বিনোদন

আচমকাই গুরুতর অসুস্থ অভিনেতা দীপঙ্কর দে! ভর্তি হাসপাতালে

Actor Dipankar Dey suddenly fell seriously ill late at night!

The Truth of Bengal : আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয়। বিনোদন জগতের এই প্রবীণ অভিনেতার আচমকা অসুস্থতার কারণে তাঁকে প্রথমেই ভর্তি করানো হয় আইসিইউতে। শুক্রবার গভীর রাতে কলকাতার নিজের বাসভবনেই অসুস্থ হয়েছিলেন অভিনেতা। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সময় নষ্ট না করে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান অভিনেত্রী তথা স্ত্রী দোলন রায়। একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, “আমার স্বামী অভিনেতা দীপঙ্কর দে’কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতক্ষণ হাসপাতালেই ছিলাম। এই সবে বাড়িতে ঢুকেছি। সুগার ফল করেছিল হঠাৎই। প্রচন্ড ঘামতে শুরু করেছিলেন। পুরো ভিজে গিয়েছিলেন। শরীর খারাপ হতে শুরু করেছিল। তাই আর বাড়িতে রাখা ঠিক মনে করিনি। হাসপাতাল থেকে তাঁর সব প্যারামিটার্সই পরীক্ষা করে দেখা হচ্ছে। মোটামুটি ঠিকই আছেন এখন। চিকিৎসকের উপর ভরসা করছি”।

প্রসঙ্গত চলতি বছরের পুজোর আগেই ‘রক্তবীজ’ সিনেমার স্ক্রিনে এসেছিলেন দীপঙ্কর এবং দোলন। স্ত্রীর সাথে পাশাপাশি বসে হলের প্রথম সারিতেই ছবি দেখেছিলেন অভিনেতা। এই ‘রক্তবীজ’ সিনেমাতে দীপঙ্করের নাতনির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। ২০১০ সাল নাগাদ ছোট পর্দায় সম্প্রচারিত ‘গানের ওপারে’ ধারাবাহিকে দীপঙ্কর অভিনয় করেছিলেন রবীন্দ্র বিশেষজ্ঞ এবং গায়ক চন্দ্রশেখর দেবের চরিত্রে। এই ‘গানের ওপারে’ ধারাবাহিক মিমির কেরিয়ারের প্রথম অভিনয়। ওই ধারাবাহিকে মিমি চরিত্রের নাম ছিল পুপে। ‘রক্তবীজ’ সিনেমায় মিমি আর দীপঙ্করকে আবারও একসাথে পেয়ে অত্যন্ত আনন্দিত দর্শক।

এছাড়াও জানিয়ে রাখি দীপঙ্কর দের মতো অভিনেতা কে প্রথম আবিষ্কার করেছিলেন বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিতের জন অরণ্য ছবির হাত ধরে প্রথম আত্মপ্রকাশ ঘটে দীপঙ্করের। এরপর একে একে রায় বাবুর গণশত্রু শাখা প্রশাখা আগন্তুকের মতো সিনেমাতে অভিনয় করে গিয়েছেন। মৃণাল সেন তপন সিনহা অপর্ণা সেনের মতো তাবড় তাবড় পরিচালকদের সাথে চুটিয়ে কাজ করেছেন এই অভিনেতা। পরবর্তীকালে সন্দীপ রায় ঋতুপর্ণা ঘোষ শ্রীজিৎ মুখার্জি সুখেন দাস অনুপ সেনগুপ্ত রাজা চন্দের মত পরিচালকের সাথেও কাজ করেছেন। কেবল ছবি নয় কাজ করেছেন বেশ কিছু ধারাবাহিকে। তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো গানের ওপারে, এক আকাশের নীচে, ভজ গোবিন্দ।

Free Access

Related Articles