বিনোদন
Trending

অ্যাকশন ছবি ‘কাল্কি ২৮৯৮ এডি’, দিলজিতের গলায় সঙ্গে প্রভাসের যুগলবন্দীতে ভৈরব অ্যানথাম

Action movie 'Kalki 2898 AD', Diljit's duet with Prabhas' Bhairav ​​Anthem

The Truth Of Bengal: প্রভাস একেবারেই প্রস্তুত জুন মাসে তাঁর নতুন রিলিজ ‘কাল্কি’র জন্য। বহুল প্রতীক্ষিত ছবিটি, আসলেই একটি বিগ বাজেটের প্রজেক্ট হতে চলেছে তা ট্রেলার প্রকাশ্যে আসতেই বোঝা গিয়েছিল। যেখানে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের অবাক করা লুক সঙ্গে দীপিকা পাড়ুকোনের চরিত্রে মুগ্ধ হয়েছিলেন সকলে।

এবার শনিবার সেই সিনেমারই প্রথম গানের প্রমো মুক্তি পেয়েছে ইনস্টাগ্রামে দিলজিতের অফিসিয়াল প্রোফাইল থেকে। প্রমো গানটিতে দিলজিতের গলায়, সঙ্গে প্রভাসের সঙ্গে যুগলবন্দীতে গানটি রমরমিয়ে চলছে নেট মহলে। সোমবার রিলিজ করেছিল কাল্কি’র ট্রেলার এবার এল সিনেমার প্রথম গানের আভাস। ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই অমিতাভ বচ্ছনের লুক দেখে বিস্মিত সকলেই। যেমন লুক ঠিক তেমন কথা বলার ভঙ্গিমা ‘শাহেনশাহ’র।

তারপর রয়েছেন দীপিকা পাড়ুকোন, তার গর্ভে নাকি রয়েছেন ঈশ্বর! এমনটাই জানানো হল ট্রেলারে। তাছাড়াও দক্ষিনী অভিনেতা প্রভাসকে দেখা যাবে সিনেমায় ‘বিষ্ণু’র অবতারে। তবে সিনেমায় কেবল এই তিনজন ছাড়াও রয়েছেন কমল হাসান এবং দিশা পাটানি। সঙ্গে টলি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়’কে দেখা যাবে সিনেমায় ভিলেনের চরিত্রে। গানের প্রমো অনুরাগীদের মধ্যে শেয়ার করার পর ১৬ তারিখ সম্পূর্ণ ট্র্যাকটি রিলিজ করবে বলেই জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতিবছরেই, ২৭ শে জুন প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘কল্কি ২৮৯৮ এডি’।

Related Articles