বিনোদন

শৌভিক মন্ডলের পরিচালনায় আসছে নয়া সিরিজ, রহস্যে মোড়া নারী ক্ষমতায়নের গল্প

A new series is coming under the direction of Shauvik Mandal, a story of women empowerment wrapped in mystery

Truth Of Bengal: নারী ক্ষমতায়নের গল্প নিয়ে শৌভিক মন্ডলের পরিচালনায় আসছে নয়া সিরিজ। প্ল্যাটফর্ম এইট-এ মুক্তি পাবে এই সিরিজটি। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। মুখ্য ভূমিকায় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে দেখা যাবে একজন সিআইডি আধিকারিকের চরিত্রে।

পরিচালক শৌভিক মন্ডলের পরিকল্পনায় তৈরি হচ্ছে ‘মরালি’ সিরিজ। জানা যায়, এই সিরিজে মূলত নারী পাচার চক্রের প্রেক্ষাপট তুলে  ধরা হবে। গল্পজুড়ে রয়েছে রহস্য। নির্মাতারা জানান, এই সিরিজে তনুশ্রী চক্রবর্তীকে দেখা যাবে দুর্ধষ্য চরিত্রে। সিআইডি অফিসার হিসেবে অভিনয় করবেন তিনি।

পাশাপাশি এই সিরিজে সপ্তর্ষি মৌলিককে দেখা যাবে একেবারে অন্যরকম চরিত্রে। একজন রূপান্তরকামী নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করবেন এই সুদক্ষ অভিনেতা। ওনার অভিনয় দর্শকদের চমকে দেবে বলেই জানান পরিচালক। এছাড়াও এই সিরিজে দেখা যাবে শঙ্কর দেবনাথ, শিঞ্জিনী চক্রবর্তী, আয়েশা ভট্টাচার্য, জ্যামি বন্দ্যোপাধ্যায়, জুঁই সরকার, মানস মুখোপাধ্যায় প্রমুখ।

গল্পের প্রেক্ষাপট : বীরভূমের নিঝুমপুর রেলওয়ে স্টেশনের দরিদ্র ঠিকাকর্মী তাপস বাউরি। অভাবের সংসারে তার মুখে হাসি ফোটায় মেয়ে মরালি। কিন্তু একদিন সেই মেয়েটিই রহস্যজনক ভাবে নিরুদ্দেশ হয়। ঘটনাচক্রে মেয়েটিকে খুঁজতে তদন্তে নামে পরমা। ধীরে ধীরে রহস্য আরও ঘন হতে শুরু করে।

পরিচালক বললেন, ‘‘ আমি নারী ক্ষমতায়নের গল্প বলতে চাইছি। তাই দর্শকের পছন্দ হবে বলেই মনে হচ্ছে।’’  এর আগে ‘হস্টেল ডেজ’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শৌভিক মন্ডল।

Related Articles