কিং খানের মুকুটে নয়া পালক, ‘স্বর্ণমুদ্রায়’ বলিউড বাদশা
A new feather has been added to the crown of King Khan, the 'gold coin' king of Bollywood

The Truth Of Bengal: বর্তমানে প্যারিস সেজে উঠেছে অলিম্পিকের সাজে। দ্য বিগেস্ট শো অন আর্থকে দেখতে গোটা বিশ্ব তৈরি। এরই মাঝে আলাদা করে নজর কেড়ে নিলেন বলিউড বাদশা। নাহ, অলিম্পিকের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই। সম্প্রতি প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে বিশেষ সম্মান জানানো হল শাহরুখ খানকে। তাঁদের মিউজিয়ামে এবার শোভা পেল শাহরুখের স্বর্ণমুদ্রা। এবার সোনার কয়েনে ফুটে উঠলে শারুখ খানের ছবি। সূত্রের খবর, প্যারিসের এই মিউজিয়ামে, এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে।
কিং খানের মুকুটে নয়া পালক, ‘স্বর্ণমুদ্রায়’ বলিউড বাদশা#srk #kingkhan #bollywood #entertainment @iamsrk pic.twitter.com/bjaQ7AkKwi
— TOB DIGITAL (@DigitalTob) July 24, 2024
এই খবর জানাজানি হতেই খুশি শাহরুখ ও তাঁর অনুরাগীরা। বর্তমানে শাহরুখের কাঁধে বর্তমানে অনেক কাজের চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন। অপরদিকে তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। পাশাপাশি, এবার বলিউডে পা রাখতে চলেছে সুহানা খান। বি টাউনে এমন খবরও শোনা যায় যে, মেয়ের জায়গা শক্ত করতে শাহরুখ খান নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন। যদিও পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তাঁর অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেয়নি সুহানা বা শাহরুখ খান।
বর্তমানে সুহানা মন দিয়েছে তাঁর নতুন ছবিতে। উল্লেখ্য, প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খান। শাহরুখের সঙ্গ এই ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ। এই প্রথম একসাথে যেহেতু দেখা যাবে শাহরুখ-সুহানাকে। তাদের একসাথে দেখা যাবে বলে ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে।