বিনোদন

চলতি বছরে মুক্তি পাবে বলিউডের একগুচ্ছ ছবি, দেখুন সেই তালিকা

A bunch of Bollywood movies will be released this year, check that list

The Truth Of Bengal : ২০২৩-এর মতন ফের নতুন করে তৈরি হচ্ছে টিনসেল টাউন। নতুন বছরের শুরু থেকেই একগুচ্ছ বলিউডি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। যদিও সেই লিস্টে নেই গতবছরের কিং খানের ম্যাজিক। তবে, হৃতিক-দীপিকার ফাইটার থেকে রোহিত শেট্টির সিংঘম বা দক্ষিণের বিগ বাজেটের পুষ্পা টু থেকে কল্কি সবকিছুই থাকবে এবারের বলিউডি ছবির পাইপ লাইনে।

বছরের প্রথমেই দক্ষিণি তারকা বিজয় সেতুপতিকে নিয়ে আসছেন বলিউড বিউটি ক্যাটরিনা কাইফ। ছবির নাম ক্রিসমাস। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ১৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ম্যায় অটল হুঁ ছবিটি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বায়োপিকের মুখ্য ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পাবে হৃত্বিক-দীপিকা স্টারার ফাইটার। এই প্রথমবার অনস্ক্রিনে জুটিতে আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন।

চলতি বছর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের নতুন ছবি সিংঘম এগেন। দীপিকা, করিনা, রণবীর সিং টাইগার শ্রফের মত মাল্টিস্টার কাস্টিং এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সিংঘম অজয় দেবগন। এছাড়া, ২০২২ সালের দক্ষিণের সুপারহিট ‘পুষ্পা’র বহু প্রতীক্ষিত সিক্যুয়েল পুষ্পা দ্য রুল মুক্তি পাবে আগস্টে। ছবির লিড রোলে ফের দেখা যাবে আল্লুর অর্জুন এবং রশ্মিকা মন্দানাকে। এছাড়াও বিগ বাজেটের দক্ষিণের কলকি ২৮৯৮ এডি এই বিগ বাজেটের ছবিটিও রিলিজ করবে চলতি বছর। প্রভাস,কমল হাসান, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ছাড়াও পরিচালক নাগ অশ্বিনের এই ছবিতে ভিলেনের রোলে রয়েছেন টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এতগুলো ছবির মধ্যে কোন ছবি বক্স অফিসে নয়া রেকর্ড গড়বে তা জানা যাবে বছর শেষের বিনোদনের ব্যালেন্স শিটেই।

 

FREE ACCESS

Related Articles