
The Truth Of Bengal: অল্প বাজেটের টুয়েলভথ ফেল-এর বক্স অফিসে বাজিমাত। বিগ বাজেটের জওয়ান ও টাইগার-থ্রি’দের ভিড়ে নিজের জায়গা করে নিল বিক্রান্ত মাসে অভিনীত এই ছবিটি। মুক্তির একমাসের মধ্যে ৫০ কোটি পার করল বিধুবিনোদ চোপড়ার টুয়েলভথ ফেল।
দেখতে দেখতে বক্স অফিসে ৫০ কোটি আয় করে ফেলল ২০ কোটি বাজেটের টুয়েলভথ ফেল। মুক্তির প্রায় এক মাসের মাথায় এই মুনাফা অর্জন করল টুয়েলভথ ফেল। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবিটি সত্য ঘটনা উপরে যেমন নির্মিত তেমনই এটি আর চার পাঁচটা ছবির থেকে বেশ আলাদা সুপারহিট এই ছবি।ছবিটি প্রথম সপ্তাহে এটি ১৩ কোটি টাকা আয় করেছিল। তারপর দ্বিতীয় সপ্তাহে সেটা বেড়ে হয় ১৪.১১ কোটি। তৃতীয় সপ্তাহের কালেকশন অনেকটাই কমে যায়, এই সপ্তাহে এটি মাত্র ৮.৫৪ কোটি টাকা আয় করে। চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে যথাক্রমে ৯.৪৮ এবং ৫.৫৫ কোটি টাকা আয় করেছে ছবিটি।ফলে সবটা মিলিয়ে একমাসে টুয়েলভথ ফেলের মোট আয় ৫০.৬৮ কোটি টাকা।
বাস্তব ঘটনা থেকে আধারিত বিধু বিনোদ চোপড়ার এই ছবি। চম্বলের প্রত্যন্ত এলাকা থেকে লড়াই করে আইপিএস অফিসার হয়েছিলেন মনোজ কুমার শর্মা। এই কাজে তাঁর পাশে ছিলেন স্ত্রী শ্রদ্ধা জোশী। সেই কাহিনি ‘টুয়েলভথ ফেল’ উপন্যাসে তুলে ধরেন লেখক অনুরাগ পাঠক। তা থেকেই চিত্রনাট্য সাজান বিধু বিনোদ চোপড়া। মনোজ কুমারের চরিত্রে অভিনয় করেন বিক্রান্ত মাসে। এবং মনোজ কুমারের স্ত্রী শ্রদ্ধা জোশীর ভূমিকায় দেখা গেছে মেধা শঙ্করকে।
চলতি বছর অক্টোবরের শেষে মুক্তি প্রাপ্ত এই ছবি দর্শক ও সমালোচকমহলে ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছে। টুয়েলভথ ফেল ছবিটিতে উচ্চাকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, চেষ্টা, এবং হাজারো প্রতিকূলতার পর এক লক্ষ্যপূরণের বাস্তব গল্প উঠে এসেছে। সেই বাস্তব গল্প যে সেলুলয়েডেও সফল তা বলাইবাহুল্য।
Free Access