বিনোদন
স্বয়ম্ভুর চূড়ান্ত ক্ষতি করতে চায় উৎসব ও বৈদেহী! কী করবে জগদ্ধাত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর গত সপ্তাহের পর্বে দেখা গেছে, মেহেন্দি তার মা বৈদেহির কথামতো উৎসবকে বলে যেন তারা এবারে তাদের নিজেদের সমস্ত কাজ ভালোভাবে করে। কারণ মেহেন্দির ইচ্ছা সে কৌশিকীর চেয়ারে বসবে।
মেহেন্দি জানে যে, কৌশিকীর চেয়ারে বসতে হলে তাকে জগদ্ধাত্রীকে সরিয়ে দিতে হবে। তাই সে একটা চাল দেয়। সে কৌশিকীর অফিসে ঢুকতে চেষ্টা করে। কিন্তু স্বয়ম্ভু তাকে আটকে দেয়।
স্বয়ম্ভু মেহেন্দিকে বলে যে, কৌশিকীর চেয়ারে শুধুমাত্র কৌশিকীর অধিকার আছে। কারণ সে নিজের পরিশ্রম দিয়ে এই কোম্পানিটিকে এতদূর নিয়ে এসেছে।
মেহেন্দি স্বয়ম্ভুর কথা শুনে হতাশ হয়। কিন্তু সে হাল ছাড়ে না। সে একটা নতুন চাল দেয়। সে কৌশিকীর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তোলে।