বিনোদন

সব সোশ্যাল মিডিয়া থেকে ঐশ্বর্যকে আনফলো করে দিলেন অমিতাভ বচ্চন! তলানিতে ঠেকেছে সম্পর্ক

 

গত কয়েক মাস ধরে বলিউডের নামজাদা বচ্চন পরিবারের চিড়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনকে আরও জোরদার করেছে ঐশ্বর্যা রাই বচ্চনের জন্মদিন উদযাপনের ঘটনা। নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন ঐশ্বর্যা। স্বামী অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনও সদস্যের উপস্থিতি ছিল না।

ঐশ্বর্যার জন্মদিনের পরদিনই অভিষেকের হাতে বিয়ের আংটি দেখা যায়নি। এছাড়াও, অমিতাভ বচ্চন নাকি সমাজমাধ্যমে ঐশ্বর্যাকে আনফলো করে দিয়েছেন।

এই ঘটনাগুলির প্রেক্ষিতে নেটিজেনদের মধ্যে অনেকেই মনে করছেন, বচ্চন পরিবারে চিড় ধরেছে। তবে, এই গুঞ্জনকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই বলে মনে করছেন অন্য একদল নেটিজেন। তাদের মতে, ঐশ্বর্যা এবং অভিষেক ভালো আছেন। তারা কেবলই নিজেদের ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে চান।

অবশ্য, এই গুঞ্জন অস্বীকার বা নিশ্চিত করার কোনও সরাসরি প্রমাণ নেই। ঐশ্বর্যা, অভিষেক বা অমিতাভ বচ্চন কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Related Articles