বিনোদন
সত্যিই কি তারা একে অপরের সঙ্গে প্রেম করছেন? কফি উইথ করণে এসে আসল কথা জানালেন আদিত্য-অনন্যা

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং অভিনেতা আদিত্য রায় কপূরের প্রেমের গুঞ্জন চলছে বহুদিন ধরে। সম্প্রতি, আদিত্য ‘কফি উইথ কর্ণ’-এর পর্বে এসে সরাসরি প্রেমের কথা স্বীকার করলেন। তিনি বলেন, “আমি মিথ্যা বলব না। আমি অনন্যাকে ভালোবাসি।”
অনন্যাও কফি-আড্ডায় এসে প্রেমের কথা স্বীকার করেছিলেন। তিনি বলেন, “আমি আদিত্যকে ভালোবাসি। আমি তাকে ‘জয়’ নামে ডাকি।”কর্ণ জোহর আদিত্যকে বলেন, “অনন্যা তোমাকে ‘জয়’ নামে ডাকে। তুমি কি তাকে ‘জয়’ বলে ডাকো?”
আদিত্য বলেন, “হ্যাঁ, আমিও তাকে ‘জয়’ বলে ডাকি।”
এরপর আদিত্য আরও বলেন, “আমি আপাতত ‘আদিত্য জয় কপূর’।”