সত্যিই কি জগদ্ধাত্রী ধারাবাহিক ছাড়তে চলেছেন অঙ্কিতা? গুজব রটতেই মুখ খুললেন নির্মাতারা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী টানা কয়েক মাস ধরে বেঙ্গল টপারের মুকুট পরে রয়েছে। গত সপ্তাহেও ৯.১ নম্বর নিয়ে নিজের সর্বোচ্চ স্থান বজায় রেখেছে এই ধারাবাহিকটি। চলতি সপ্তাহেও হতে চলেছে একটি ধামাকাদার পর্ব। এই পর্বের জন্য আগে থেকেই অপেক্ষায় রয়েছে দর্শকগণ।
প্রায় প্রতিটি পর্বেই দর্শকদের টানটান উত্তেজনার মুহূর্ত উপভোগ করার সুযোগ দেয় এই ধারাবাহিকটি। জ্যাস সান্যাল যখন টিভির পর্দায় আসে, তখন এক মুহূর্তও টিভির সামনে থেকে চোখ সরাতে পারে না দর্শকরা। তাই স্বাভাবিক ভাবেই, টিআরপি লিস্টের একেবারে উপরে থাকার সুযোগ পায় এই ধারাবাহিকটি।
মা জগদ্ধাত্রীর মতোই এক অঙ্গে বিভিন্ন রূপ দেখা যায় ধারাবাহিকের জগদ্ধাত্রীর মধ্যে। একাধারে সে শান্ত, গৃহকর্মে নিপুনা জগদ্ধাত্রী। অন্যদিকে সে শত্রুর দিকে বন্দুক তাক করা জ্যাস। এই গল্পই ছোট পর্দায় দর্শকেদের সামনে সুন্দরভাবে পরিবেশন করে ধারাবাহিকটি।
জগদ্ধাত্রীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা নায়িকা অঙ্কিতা মল্লিক। পর্দায় তাঁর ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের জুটিকে বেশ পছন্দ করছেন দর্শকেরা। তবে শোনা গিয়েছিল, নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়। তবে একথা আজও স্বীকার করেননি তাঁরা।