বিনোদন

শীঘ্রই শুরু হতে চলেছে তার দ্বিতীয় ছবির শুটিং, ইঙ্গিত দিলেন সৌমিতৃষা

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তার অভিনীত ধারাবাহিক “মিঠাই” ছিল এক সময়ের তুঙ্গে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিষেক করেছেন তিনি। দেবের বিপরীতে অভিনীত তার প্রথম ছবি “প্রধান” ভালো ব্যবসা করেছে।

সম্প্রতি সৌমিতৃষা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দেখা করেছেন। এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, দেবের পর এবার রাজ চক্রবর্তীর ছবিতেও দেখা যাবে সৌমিত্রিশাকে।

এই জল্পনাকে সত্যি করে দিলেন সৌমিতৃষা নিজেই। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তার দ্বিতীয় ছবির শুটিং শুরু হচ্ছে আগস্টে। ছবিটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী।

সৌমিতৃষা বলেন, “আমি রাজদাকে অনেকদিন ধরে চিনি। তার ছবিগুলো আমি খুব পছন্দ করি। তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।”

Related Articles