বিনোদন

শর্মিলা-মনসুরের প্রেমকাহিনী: বলিউডের সিনেমা কেউ হার মানাবে এই কাহিনী!

 

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেট তারকা মনসুর আলি খান পতৌদির প্রেমকাহিনী এক অমর প্রেমের গল্প। দুজনের ভিন্ন ধর্ম, ভিন্ন সামাজিক অবস্থান এবং ভিন্ন পেশাগত জীবনের বাধা পেরিয়ে তারা একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন।

১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে একটি ক্রিকেট পার্টিতে প্রথম দেখা হয়েছিল শর্মিলা এবং মনসুরের। তখন শর্মিলা ইতিমধ্যেই একজন সফল অভিনেত্রী হয়ে উঠেছিলেন। আর মনসুর ছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেনসেশন। দুজনের মধ্যে প্রথম দেখাতেই প্রেমের টান অনুভব করেন তারা।

এরপর থেকেই শুরু হয় তাদের প্রেমের মিষ্টি যাত্রা। মনসুর শর্মিলাকে প্রপোজ করার জন্য নানা চেষ্টা করেন। দামি উপহার, মনোমুগ্ধকর প্রস্তাব সবই করেন তিনি। কিন্তু, শর্মিলা তখনও পুরোপুরি প্রস্তুত ছিলেন না।

১৯৬৯ সালের ২৭ ডিসেম্বর প্যারিসের রাস্তায় হাঁটু মুড়ে বসে শর্মিলাকে প্রপোজ করেন মনসুর। সেই সময় চারপাশের লোকজন স্বাধীনতা দিবস উদযাপন করছিলেন। প্রচণ্ড আওয়াজে শর্মিলা ঠিক মতো মনসুরের কথা শুনতে পাচ্ছিলেন না। তাই মনসুরকে আবার বলতে বলেন। জোরে জোরে বলে মনসুর, “আমাকে বিয়ে করবে?” শর্মিলাও জোরে জোরে বলে, “হ্যাঁ, বিয়ে করব।”

এইভাবেই এক অসাধারণ প্রেমের গল্পের পরিণতি হয় বিয়েতে। ১৯৬৯ সালের ২৭ ডিসেম্বর শর্মিলা এবং মনসুর সাতপাকে বাঁধা পড়েন। তাদের এই বিয়ে সেসময় সারা ভারতে আলোড়ন সৃষ্টি করে।

বিয়ের পর শর্মিলা তার অভিনয় জীবন চালিয়ে যান। কিন্তু, মনসুরের খেলোয়াড়ি জীবনে কিছুটা সমস্যা দেখা দেয়। চোখের সমস্যার কারণে ১৯৭৫ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন। এরপর তিনি রাজনীতিতে যোগ দেন এবং তেলেঙ্গানার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।

Related Articles