লাবণ্য আসলে কেন মিশকার সঙ্গে সূর্যর বিয়ে দিচ্ছে? নিজের প্ল্যান সে খুলে বললো দীপাকে!

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।এমনিতেই সেনগুপ্ত পরিবারের সকলেরই বিশেষ করে সূর্য ও দীপার মন ভালো নেই। কিন্তু তাদের মন ভালো করার জন্য সূর্যর ভাই জয় মিশকা সেজে তার মতন করে শাড়ি পড়ে কথা বলে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। দীপার বোন আমার সূর্য এবং দীপার ননদ দীপা সেজে নাটক করে দেখাচ্ছে।
সমস্ত মজার পরেও দীপার যেন কোথাও গিয়ে মন ভালো নেই লাবণ্য সেমিনার থেকে ফিরে দীপাকে জানায় তার মিশকার সাথে হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল। তাই সে কথা বলতে বাধ্য হয়েছে। কিন্তু দীপা জানালো তার এবং লাবণ্যর বিশ্বাস এর সম্পর্ক কিন্তু লাবণ্য মিশকাকে কী এমন কথা দিল।
স্কুলে সোনা ও রুপার সঙ্গে কেউই ভালো করে কথা বলে না তাই খুবই দুঃখ করছিল তারা তখনই দীপা জানায় মিশকা কিন্তু একা। কিন্তু তারা এক সঙ্গে অনেকে রয়েছে তাই তাদেরকে হারানো এত সহজ নয়।লাবণ্য মিশকাকে ভয় পাচ্ছিল কিন্ত দীপা জানিয়ে দিল সে আর ভয় পায়না।