বিনোদন

রোহিতের প্রাণের বিপদ! ফুলকি কি পারবে তাকে বাঁচাতে?

 

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-তে রোমাঞ্চের তুঙ্গে।ফুলকি রোহিতের ওপর রাগ করে বাপের বাড়িতে চলে যায়। রোহিত তাকে ফিরিয়ে আনার জন্য নিজে গেলেও ঈশিতা তাকে সাবধান করে যে শালিনী কিছু জানে কিনা।

ফুলকি তার জীবনের সত্যি রোহিতকে না বলায় রোহিত রাগে তাকে নিয়ে এক ভাঙ্গা বাড়িতে নিয়ে যায় এবং বন্দুক ঠেকায়।

রোহিত অজ্ঞান হয়ে পড়ে এবং তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে।এই বিপদ থেকে উদ্ধারের জন্য ফুলকি মা কালীকে প্রার্থনা করে।

হঠাৎ করে মানুষের গলার আওয়াজ শুনতে পায় ফুলকি।

Related Articles