বিনোদন

রোহিতের ট্রেনিং নিয়ে নিজের প্রথম বক্সিং ম্যাচে নামছে ফুলকি!

 

বাংলা টেলিভিশনে নতুন সিরিয়ালগুলোর জয়জয়কার চলছে। গত কয়েক মাসে বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে এবং শুরু হতে না হতেই দর্শকদের মন জয় করে নিয়েছে। নতুন সপ্তাহের টিআরপি তালিকায় সেই জয়জয়কার প্রকাশ্যে এসেছে।

প্রথম স্থানে রয়েছে ‘ফুল্কি’। এই সিরিয়ালটি শুরুর সময় থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়। এ সপ্তাহে তারা পেয়েছে ৮.৫। সিরিয়ালে দেখা যাচ্ছে, ফুল্কি রোহিতের ট্রেনিংয়ে অংশ নিচ্ছে। রোহিতের সাহায্যে ফুল্কি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যান্য সিরিয়ালগুলোর মধ্যে ‘লাভ বিয়ে আজকাল’ পেয়েছে ৬.৮, ‘কার কাছে কই মনের কথা’ পেয়েছে ৬.৭, ‘খেলনা বাড়ি’ পেয়েছে ৬.৬, ‘হরগৌরী পাইস হোটেল’ পেয়েছে ৬.৫। সব মিলিয়ে বলা যায়, বাংলা টেলিভিশনে নতুন সিরিয়ালগুলোর জয়জয়কার চলছে। দর্শকরা নতুন নতুন গল্প এবং চরিত্রের সন্ধান করছেন। আর সেই চাহিদা পূরণ করতে নতুন সিরিয়ালগুলো বেশ ভালো কাজ করছে।

Related Articles