বিনোদন

রোহিতের কোন কথায় এত কষ্ট পেল ফুলকি?

 

বাংলা টেলিভিশনে নতুন সিরিয়ালের জয়জয়কার।
ফুলকির প্রথম ম্যাচ খেলছে সেই কারণেই ফুলকির স্বামী আবার কোচ পার হয়ে কথা বলছে সকলের কাছে। সকলে তো দেখে অবাক রীতিমতো। যদিও ফুলকি প্রথম ম্যাচে হেরে গেল।

অনুষ্ঠানে ফুলকি তমালকে অপমান করার জন্য কথা শোনালো। তমালের স্ত্রীকে কিন্তু তমালের স্ত্রীর সকলের সামনে তমালকে আরো ছোট করে দিল। সে যারা আগে সে রোহিতের পিছন পিছন ঘুরতো এখন ফুলকি দাসের।

ফুলকি বক্সিং এর ট্রেনিংয়ে ফাঁকি দিচ্ছে বলে রোহিত তার সঙ্গে কথা বলছে না। আর সেটাই ফুলকি বেশ কষ্ট পেয়েছে।

Related Articles