বিনোদন
রাম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার মঞ্চে কৃষ্ণ ভজন গাইলেন নচিকেতা!

বাংলা গানের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তী এবার কৃষ্ণ ভজন গাইবেন। ২২ জানুয়ারি ২০২৪ তারিখে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে এই গানটি গাইবেন তিনি। গানটির শিরোনাম “কৃষ্ণ নাম বলবো”। গীতিকার শ্রী গোবিন্দ প্রামাণিক এবং সুরকার রাজকুমার রায়ের সৃষ্টি এই গানটি।
নচিকেতা চক্রবর্তী বলেন, “আমি একজন কৃষ্ণ ভক্ত। তাই এই সুযোগ পেয়ে আমি খুবই খুশি। গানটি খুবই সুন্দর। আমি আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।”
নচিকেতা চক্রবর্তী একজন প্রতিভাবান গায়ক। তিনি যে গানই গাইেন না কেন, তাতেই শ্রোতাদের মনে দাগ কাটে। তার গানগুলোর কথা, সুর, কণ্ঠস্বর সবই অনন্য। এবার তিনি কৃষ্ণ ভজন গাইতে যাচ্ছেন। এটা নিঃসন্দেহে একটি বিশেষ ঘটনা।