রাধা বেশে এলো জগদ্ধাত্রী! মুগ্ধ স্বয়ম্ভু, রইল ছবি

জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।জগদ্ধাত্রী ডক্টর কল কে জানাচ্ছে তার হসপিটালে একটা মার্ডার কেস হয়ে গিয়েছে জাল ওষুধের জন্য। তাই এই হসপিটালের কাউকেই ছেড়ে কথা বলবে না। জগদ্ধাত্রী ট্রিটমেন্টের কিছু বোঝেনা তবে সে খুব ভালো মতন বুঝতে পেরে গিয়েছে মার্ডার হয়েছে এখানে।
মুখার্জি পরিবারে বিজয় সম্মেলনী চলছে সবাই খুবই আনন্দ করছে। কিন্তু স্বয়ম্ভু সবার মধ্যে নেই সে এক সাইডে দাঁড়িয়ে রয়েছে জগদ্ধাত্রী গিয়ে জিজ্ঞাসা করা স্বয়ঙ্গ জানায় আবারো যদি সে সবার মধ্যে যায় তাহলে তার মা তাকে অপমান করে দূরে ঠেলে দেবে।
কৌশিকের বিয়ে হয়ে যাবে তার জন্যেই দেবু এবং উৎসব কাকন কে ভুল বোঝানোর চেষ্টা করছে। তাকে বোঝানো হচ্ছে যে সে আর এই বাড়িতে থাকতে পারবে না। তার বাবা-মা তাকে রেখে চলে যাবে। ঠিক তখনই জগদ্ধাত্রী এসে আটকায় ধোক আপন মনে দুঃখে সেখান থেকে চলে যায়।