বিনোদন
রাজনাথকে কিভাবে শাস্তি দেবে জগদ্ধাত্রী? জানতে আগ্রহী সকলে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে আজকের পর্বে রোমাঞ্চের ডোজ আরো বেড়ে গেল। কৌশিকী তার মেয়ে কাকনকে তার সকল ফাইলপত্রের অবস্থান জানিয়ে দিলেন।
কাকন তার মায়ের জন্য দুঃখিত হয়ে কাঁদতে শুরু করলে, কৌশিকী তাকে শান্ত করলেন। কাকন কি তার মায়ের কথা মেনে ফাইলগুলো নিয়ে আসতে পারবে?
অন্যদিকে, কৌশিকীকে গুলি কে মেরেছে তা জানার জন্য জগদ্ধাত্রী ও কৌশিকী হাত মিলালেন। কৌশিকী জগদ্ধাত্রীকে জানালেন, তার অফিসের কেবিনে সিসিটিভি লাগানো আছে, কিন্তু সেগুলো কোথায় তা জানেন না।
জগদ্ধাত্রী তদন্ত শুরু করতেই কৌশিকী তার সন্দেহের কথা জানালেন। তিনি জগদ্ধাত্রীকে বললেন, তার সন্দেহের তালিকায় প্রথমেই রয়েছেন বইদেহি মুখার্জি!