বিনোদন

রাজকুমার রাও থেকে সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট থেকে বিজয় বর্মা- এবার ব্ল্যাকলেডি উঠল কার হাতে?

 

এদিন মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এবারের আসরেও ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত চলচ্চিত্র ও ওয়েব সিরিজের জন্য ফিল্মফেয়ার অডিটি অ্যাওয়ার্ডস দেওয়া হয়।

সেরা ওয়েব অরিজিনাল ফিল্মের পুরস্কার পায় হান্সাল মেহতার পরিচালনায় নির্মিত ‘সির্ফ এক বান্দা কাফি হে’। এই ছবিতে অভিনয় করেছেন মনোজ বাজপাই, কণিকা কপূর, দীপক তিজোরি প্রমুখ।

সেরা ওয়েব অরিজিনাল ফিল্মের পরিচালকের পুরস্কার পান অপূর্ব সেন কারকি। তিনি ‘সির্ফ এক বান্দা কাফি হে’ ছাড়াও ‘লাস্ট স্টোরি টু’ ছবিরও পরিচালক।

সেরা ওয়েব অরিজিনাল ছবির অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভাট। তিনি ‘ডার্লিংস’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান।

সেরা ওয়েব অরিজিনাল ছবির অভিনেতার পুরস্কার পান রাজকুমার রাও। তিনি ‘মনিকা ও মাই ডার্লিং’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান।

ক্রিটিক্স সেরা ওয়েব অরিজিনাল ছবির অভিনেত্রীর পুরস্কার পান শর্মিলা ঠাকুর। তিনি ‘গুলমোহর’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান।

ক্রিটিক্স সেরা ওয়েব অরিজিনাল ছবির সহ-অভিনেতার পুরস্কার পান সুরত শর্মা। তিনি ‘গুলমোহর’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান।

ক্রিটিক্স সেরা ওয়েব অরিজিনাল ছবির সহ-অভিনেত্রীর পুরস্কার পান অমৃতা সুভাষ। তিনি ‘লাস্ট স্টোরি টু’, ‘ডার্লিংস’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান।

Related Articles