রাখি গুলজারের সঙ্গে দেখা করে আপ্লুত সৃজিত!

বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার বর্তমানে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ‘আমার বস্’ ছবির শুটিংয়ে ব্যস্ত।
বৃহস্পতিবার ছিল কলকাতায় তাঁর অংশের শুটিংয়ের শেষ দিন। শেষ মুহূর্তের ব্যস্ততার মধ্যেও তিনি সময় দিলেন টলিপাড়ার আরেক জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে।
সৃজিত মুখোপাধ্যায় বর্তমানে ‘টেক্কা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। কিন্তু তিনি শুটিংয়ের ফাঁকেই সময় বের করে ‘আমার বস্’-এর সেটে হাজির হন। রাখি গুলজারের সঙ্গে দেখা করে তিনি বেশ কিছুক্ষণ আড্ডা দেন। রাখি গুলজারের অভিনয়ের ভক্ত সৃজিত। তাই তাঁর সঙ্গে দেখা করতে পেরে তিনি খুব খুশি হন।
রাখি গুলজারও সৃজিত মুখোপাধ্যায়ের একজন ভক্ত। তিনি বলেন, “সৃজিত একজন প্রতিভাবান পরিচালক। তাঁর ছবিগুলি সব সময়ই দর্শকদের কাছে জনপ্রিয় হয়। আমি তাঁর ছবিগুলি খুব পছন্দ করি। তাই তাঁর সঙ্গে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত।”