বিনোদন

যেকোনো নতুন নায়িকার জন্যে দেবদার সঙ্গে অভিনয় করা সৌভাগ্যের ব্যাপার! জানালেন সৌমিতৃষা

 

বড় পর্দায় অভিষেক ঘিরে আপ্লুত সৌমিতৃষা। ছোটবেলা থেকেই দেবকে তার প্রিয় অভিনেতা হিসেবে মনে করতেন তিনি। এবার দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে তাই অভিনেত্রীর মনে ছিল অন্যরকম অনুভূতি।

দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সৌমিতৃষা বলেন, “দেব একজন অসাধারণ অভিনেতা। তিনি তার চরিত্রের জন্য কতটা পরিশ্রম করেন তা দেখে আমি অবাক হয়ে গেছি। তিনি একজন সৎ মানুষও। শ্যুটিং সেটে তিনি সবসময় সময়মতো পৌঁছান এবং নিয়ম মেনে চলেন। একজন নবাগতা নায়িকার সঙ্গে তার এত ভালো অফ স্ক্রিন কেমেস্ট্রি হতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি।”

দেব সৌমিত্রিষার দিকেও যথেষ্ট খেয়াল রাখতেন বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, “দেব সবসময় আমার শটের খেয়াল রাখতেন। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। বড় পর্দায় অভিষেকের সময় এমন একজন শিক্ষক পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি।”

প্রধান ছবিতে সৌমিতৃষা দীপক প্রধানের স্ত্রী রুমির চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রের জন্য তাকে বেছে নেওয়ার বিষয়ে সৌমিতৃষা বলেন, “রুমির চরিত্রের জন্য মিঠাইয়ের থেকে পারফেক্ট কেউ হতে পারে না।”

দেবের মুখে নিজের প্রশংসা শুনে সৌমিতৃষা বলেন, “দেব আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।” বড় পর্দায় অভিষেকের আগেই সৌমিতৃষা তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। প্রধান ছবিটি মুক্তি পেলে তার অভিনয় আবারও দর্শকদের নজর কাড়বে বলে আশা করা হচ্ছে।

Related Articles