বিনোদন

যাবতীয় দূরত্ব দূরে সরিয়ে কাছাকাছি আসবে কি ফুলকি ও রোহিত?

যাবতীয় দূরত্ব দূরে সরিয়ে কাছাকাছি আসবে কি ফুলকি ও রোহিত?

বাংলা টেলিভিশনের নতুন সিরিয়াল “জয়জয়কার” দর্শকদের মনে ঝড় তুলেছে। সিরিয়ালের গল্প এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। বক্সিং ম্যাচে লড়াই করার সময় ফুলকির বিপদ হয়েছে।

তাকে নিয়ে পরিবারের লোকজন খুবই চিন্তিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত রোহিত ফুলকিকে হাসপাতালে নিয়ে আসে।

ফুলকি রোহিতের ওপর রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল বাপের বাড়িতে। ফুলকি চলে গেছে দেখে রোহিত তাকে ফিরিয়ে আনার জন্য নিজে গেল।

রোহিত নিজের কাজের জন্য এদিক-ওদিক যাবে কিন্তু ঈশিতা রোহিতকে জানায় সে এত কিছু যে করছে শালিনী জানে কিনা।

Related Articles