বিনোদন
মেহেন্দিকে এবার উচিত শিক্ষা দেবে জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে গত পর্বের শেষে দেখা গেছে, দিবিয়া সেনকে ধরে নিয়ে এসেছে জগদ্ধাত্রী ও তার টিম। দিবিয়া কৌশিকীকে জানায় যে, উৎসবই এই সবের জন্য দায়ী। সে কৌশিকীকে সরিয়ে এই সিংহাসনে বসতে চেয়েছিল।
অন্যদিকে, দেবু তার স্ত্রী প্রীতিকে জানাচ্ছিল যে, সে আর ঘর জামাই হয়ে থাকতে চায় না। সে নিজের একটা ব্যবসা করতে চায়। ঠিক তখনই কাঁকন যে বাটিটা করে ভিক্ষে করে সে বাটিটা দেবরের পায়ে ছুড়ে মারল। জগদ্ধাত্রী ও সে জানালো যে, এই দেবুই কাঁকনের কিডনাপিংয়ের পিছনে।
জগদ্ধাত্রী উৎসবকে বুঝিয়ে দিল যে, সে যেমন ফ্রিতে মুখার্জি পরিবারে বসে খাওয়া-দাওয়া, গাড়ি, বাড়ি, এসি পাচ্ছে, এরপরে যদি জগদ্ধাত্রী আবার তাকে চেপে ধরে, তাহলে সে এই সব কিছু থেকে বঞ্চিত হবে।
আগামী পর্বে দেখা যাবে, জগদ্ধাত্রী কীভাবে উৎসবকে শাস্তি দেয়।