বিনোদন

মেয়ে রাহাকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে এলেন রণবীর-আলিয়া!

 

গত বছর বিয়ে করেন বলিউডের দুই তারকা রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। এক বছর পর ২০২২ সালের নভেম্বর মাসে তাদের প্রথম সন্তান, রাহা কপূরের জন্ম হয়। গত ৬ নভেম্বর রাহার এক বছরের জন্মদিন পালিত হয়। সেই সময় আলিয়া বলেছিলেন, রাহার দু’বছর বয়স না হলে তার মুখ দেখাবেন না তারা। কিন্তু নিজেরাই সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। বড়দিনেই মা-বাবার হাত ধরে প্রকাশ্যে এল ছোট্ট রাহা।

বড়দিনের দিনে কপূর পরিবারের ঐতিহ্য অনুযায়ী সকলে একসঙ্গে এসে খাওয়াদাওয়া করেন। এ বছরও সেই নিয়ম পালন করা হয়। কিন্তু এবারের বিশেষ আকর্ষণ ছিল রাহা। প্রথমবারের মতো মেয়ের মুখ দেখালেন রণবীর-আলিয়া।

রাহাকে লাল-গোলাপি ফ্রক এবং লাল জুতো পরানো হয়েছিল। তার মাথায় ছিল দুটো ঝুঁটি। বাবার কোলে বসে থাকা রাহা আলোকচিত্রীদের দেখে কিছুটা হকচকিয়ে যায়। কিন্তু বাবার কোল ছাড়তে সে নারাজ।

আলিয়া বলেছেন, রাহা রণবীর এবং তার মিশেল। অনেকটা নাকি রণবীরের বাবা ঋষি কপূরের মুখের সঙ্গে মিল রয়েছে রাহার। যদিও পিসি করিনার কপূর খানের মতে, রাহাকে দেখতে রণবীরের মতো।

Related Articles