বিনোদন
মিঠাই-২ কি আসবে? অনুরাগীদের প্রশ্নের কী জবাব দিলেন সৌমিতৃষা?

মিঠাই-এর পুনঃসম্প্রচার নিয়ে খুশি অভিনেত্রী সৌমিতৃষা। তিনি মনে করেন, দর্শকদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার কথা বলতে গিয়ে সৌমিতৃষা জানান, তিনি প্রথমে ভেবেছিলেন মিঠাই-২ আসছে। কিন্তু পরে যখন জানতে পারেন যে ধারাবাহিকটিই পুনঃসম্প্রচার হবে, তখন তিনি বেশ খুশি হন।
সৌমিতৃষা বলেন, “মিঠাই-এর পুনঃসম্প্রচারের খবর শুনে আমি খুব খুশি হয়েছি। কারণ এই ধারাবাহিক দর্শকদের খুবই পছন্দের। আমি আশা করি, পুনঃসম্প্রচারেও দর্শকদের ভালো লাগবে।”
তিনি আরও বলেন, “আমি আপাতত ছোটপর্দায় কাজ করছি না। তাই মিঠাই-এর পুনঃসম্প্রচার আমার জন্যও ভালো। কারণ এতে আমি নতুন কিছু করতে পারব।”সৌমিতৃষা জানান, বর্তমানে তার হাতে একটি চলচ্চিত্রের কাজ চলছে। তবে সেকথা এখনই তিনি প্রকাশ করতে চান না।