বিনোদন

মিঠাই-২-এর প্রস্তাব পেলে কী করবেন সৌমিতৃষা? জানালেন অভিনেত্রী!

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এখন বড়পর্দার মুখ। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ছবি ‘প্রধান’-এর মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। ছবিটিতে দেবের বিপরীতে অভিনয় করছেন সৌমিতৃষা।

এদিন সংবাদমাধ্যমে সৌমিতৃষা জানান, ‘প্রধান’-এর পরে তিনি আপাতত ছুটি নিতে চান। একটা সময় টানা শুট করেছেন ছবির জন্য, তার আগে টানা শুট করেছেন ধারাবাহিকের জন্য। এখন কয়েক দিনের ছুটি তবে মিঠাই ২-এর অফার পেলে তিনি কী করবেন, এখনই তা ভাবেননি।

‘প্রধান’-এর পাশাপাশি সৌমিতৃষার হাতে আরও একটি ছবির কাজ রয়েছে। তবে সেটি এখনই প্রকাশ করতে চান না অভিনেত্রী।

সৌমিতৃষা জানান, পুজোয় তিনি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। শ্যুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি বেশ কিছুদিন বাইরে বেরোতে পারেননি। আপাতত ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।

Related Articles