বিনোদন

মিঠাইয়ের আগে এই ধারাবাহিকগুলিতে অভিনয় করেছেন সৌমিতৃষা! জানতেন কি আপনি?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর মুখ্য চরিত্র সৌমিতৃষা কুন্ডু বর্তমানে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

মিঠাই ছাড়াও সৌমিতৃষা আরও কতগুলো ধারাবাহিকে অভিনয় করেছেন?

‘এ আমার গুরুদক্ষিণা’ – ঝিল্লি (খলনায়িকা)
‘জয় কালী কলকাত্তাওয়ালী’ – রাখা (এপিসোডিক চরিত্র)
‘গোপাল ভাঁড়’ – জাহ্নবী (সাপোর্টিং চরিত্র)
‘অলৌকিক না লৌকিক’ – পুতুল (এপিসোডিক চরিত্র)
‘কনে বউ’ – কলি (নায়িকা)

সৌমিতৃষার অভিনয় জীবন:

‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু।
‘কনে বউ’ ধারাবাহিকে প্রথমবার নায়িকার ভূমিকায় অভিনয়।
‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন।

Related Articles