বিনোদন

ভারতের অন্যতম দামি স্কুলে পড়াশোনা করেন ধোনির মেয়ে জিভা! বার্ষিক ফিস শুনলে চক্ষু চড়কগাছ হবে আপনার

 

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কন্যা জিভা রাঁচীর একটি নামকরা বোর্ডিং স্কুলে পড়েন। এই স্কুলের নাম ‘টৌরিয়ান ওয়ার্ল্ড স্কুল’। স্কুলটিতে পড়াশোনার খরচ বেশ বেশি। নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার খরচ বছরে ৪ লক্ষ ৪০ হাজার টাকা। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার খরচ বছরে ৪ লক্ষ ৮০ হাজার টাকা।

জিভার বয়স এখন নয় বছর। সে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ছে। তাই তার পড়াশোনার খরচ বছরে ৪ লক্ষ ৪০ হাজার টাকা। ধোনি একজন ধনী ব্যক্তি হলেও এই খরচ তার জন্যও বেশ বড়। তবে তিনি মেয়ের পড়াশোনার জন্য সবকিছু করতে প্রস্তুত।

স্কুলটিতে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, জৈব ফার্ম, রোয়িং, ঘোড়দৌড়ের মতো বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। এছাড়াও ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকির মতো খেলাধুলোরও বন্দোবস্ত রয়েছে। স্কুলের অনেক শিক্ষকই বিদেশ থেকে এসেছেন।

Related Articles