বিনোদন
বিপদ বাড়ছে জগদ্ধাত্রীর ওপর! নতুন কোন চাল দিতে চলেছে গুরু শর্মা?

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের নতুন পর্বে দেখা গেল, জগদ্ধাত্রী তদন্ত করতে গিয়ে আরেক অপরাধীর নাম খুঁজে পেল। সেই অপরাধী হল দেবুদা। দেবুদা তার বছরের টাকা বাড়ানোর জন্য কৌশিকীর ফাইল চুরি করছিল। জগদ্ধাত্রী সেই ফাইলটি পাল্টে অন্য ফাইল রেখে দিল।
অন্যদিকে, রাজনাথ তার প্রথম সন্তান স্বয়ম্ভুরকে মেনে নিতে পারছে না। স্বয়ম্ভুরও তার বাবাকে পেতে চায়। এই নিয়ে সাধুদা এবং কৌশিকীর মধ্যে ঝামেলা লেগে যায়।
সাধুদা কৌশিকীকে জানায়, এই কেসটা স্বয়ম্ভুর দেখছে। সে রাজনাথ মুখার্জিকে গ্রেফতার করবেই। এই কথা শুনে কৌশিকী রেগে যায়। সে সাধুদাকে বলে, রাজনাথ মুখার্জির গায়ে যেন কোনরকম আজ না আসে। তাহলে সে দেখে নেবে।