বিনোদন

বিজয়-রশ্মিকা আসলে একত্রবাস করছেন! রণবীরের কথায় লজ্জায় লাল অভিনেত্রী

 

দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দনার প্রেম নিয়ে জল্পনা ছিল অনেকদিন ধরেই। তবে এতদিন পর্যন্ত তারা তাদের সম্পর্ক নিয়ে কোনো সত্যতা প্রকাশ করেননি। তবে সম্প্রতি রণবীর কপূরের একটি মন্তব্যে তাদের প্রেমের সম্পর্ক ফাঁস হয়ে যায়।

সম্প্রতি রণবীর কপূরের নতুন ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রচারে দক্ষিণের এক জনপ্রিয় চ্যাট শোয়ে যান। সেখানে তার সঙ্গে ছিলেন রশ্মিকা মন্দনা ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও। অনুষ্ঠানে বিজয় দেবেরাকোণ্ডার কথা উঠলে রশ্মিকাকে নানা প্রশ্ন করা হয়। এ সময় রণবীর কপূর বিজয়কে ফোন করার জন্য জোরাজুরি করেন। তিনি বলেন, “রশ্মিকা, বিজয়কে ফোন করো। আমি ওর সাথে কথা বলতে চাই।”

রণবীরের এই মন্তব্যে রশ্মিকা মন্দনা কিছুটা অপ্রস্তুত বোধ করেন। তিনি লজ্জায় মুখ লাল করে ফেলেন। তবে তিনি বিজয়কে ফোন করেননি।

এই ঘটনার পর বিজয় দেবেরাকোণ্ডার ও রশ্মিকা মন্দনার প্রেমের সম্পর্ক নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। তবে তারা এখনও পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

Related Articles