বিনোদন

বিগ বসের মঞ্চে সুশান্তের কথা বলে কেঁদে ফেললেন অঙ্কিতা!

 

সুশান্ত সিংহ রাজপুতকে ভুলতে পারেন না প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডে। ‘বিগ বস্’-এর ঘরে থাকাকালীনও প্রায়ই সুশান্তের কথা বলেন তিনি। সম্প্রতি তিনি জানান, সুশান্তের অন্য নায়িকার সঙ্গে চুম্বনরত দৃশ্য দেখে তিনি কেঁদে ফেলেছিলেন।

২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সুশান্তের। এই ছবিতে তাঁর দুই নায়িকা ছিলেন বাণী কপূর ও পরিণীতি চোপড়া। দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠ দৃশ্য ছিল সুশান্তের। অঙ্কিতা তখন সুশান্তের প্রেমিকা ছিলেন।

অঙ্কিতা জানান, সুশান্ত তাকে বলেছিলেন যে ছবিতে তার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। কিন্তু অঙ্কিতা তা সহ্য করতে পারতেন না। তাই ছবিটি দেখানোর জন্য সুশান্ত যশ রাজ স্টুডিয়ো বুক করেছিলেন।

অঙ্কিতা বলেন, “সুশান্ত আমাকে বলেছিল ছবিতে ওর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। ওর কাছে বিষয়গুলো খুব স্বাভাবিক ছিল। তবে ও জানত আমি হয়তো সহ্য করতে পারব না। ছবিটা আমাকে দেখানোর জন্য গোটা যশ রাজ স্টুডিয়োটা বুক করে সুশান্ত। ও জানত আমি আবেগপ্রবণ। ঠিক যেমনটা ভেবেছিল, তেমনটাই হয়। আমি ওকে চুম্বনরত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ি।”

Related Articles