বিনোদন

বাংলা ছবি পরিচালনা করতে চলেছেন তিগমাংশু ধুলিয়া? জল্পনা তুঙ্গে!

 

বলিউডের অন্যধারার ছবির পরিচালক তিগমাংশু ধুলিয়া বাংলা ছবি পরিচালনার কথা ভাবছেন বলে জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে তিগমাংশু এবং টলিপাড়ার প্রযোজক রানা সরকারের একটি ছবি ভাইরাল হয়।

ছবিতে দুজনই হাসতে হাসতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। এরপরই টলিপাড়ায় শুরু হয় জল্পনা।

তিগমাংশু ধুলিয়া বলিউডে বেশ জনপ্রিয় একজন পরিচালক। তিনি ‘পান সিংহ তোমর’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’ এবং ‘হাসিল’-এর মতো ছবি পরিচালনা করেছেন। এই ছবিগুলির মাধ্যমে তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন।

রানা সরকারও একজন জনপ্রিয় টলি প্রযোজক। তিনি ‘বনবিবি’ এবং ‘অঙ্ক কি কঠিন’-এর মতো ছবি প্রযোজনা করেছেন।

Related Articles