বিনোদন
‘বনবিবি’: সুন্দরবনের কঠিন অভিজ্ঞতা ভাগ করে নিলেন পার্নো মিত্র

‘বনবিবি’ নামের নতুন ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী পার্নো মিত্র। ছবির প্রেক্ষাপট সুন্দরবন, এবং শুটিংয়ের অভিজ্ঞতা ছিল বেশ কঠিন, বলে জানালেন তিনি।
পার্নো বলেন, সুন্দরবন অসাধারণ জায়গা, কিন্তু শহরের মতো সুযোগ-সুবিধা নেই। দিনের পর দিন লঞ্চে থাকতে হত এবং দীর্ঘক্ষণ শুটিং করতে হত। নদীর ধারে কাদায় পা আটকে যেত, ম্যানগ্রোভের শ্বাসমূলে পা কেটে যেত। স্থানীয় মানুষদের কাদার মধ্যে হেঁটে যেতে দেখে অবাক হয়েছিলেন তিনি।
‘বনবিবি’ সুন্দরবনের বিধবা সম্প্রদায় এবং স্থানীয় অপরাধ চক্রের গল্প। পার্নো ‘রেশম’ নামের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন সোহিনী সরকার, রণজয় বিষ্ণু, মিশকা হালিম, আর্য দাশগুপ্ত এবং দিব্যেন্দু ভট্টাচার্য।