বউয়ের প্লাজো পরে চলে এসেছেন? সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হলেন অক্ষয় কুমার!

বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার এবং রণবীর সিংয়ের ফ্যাশন বিতর্ক নতুন নয়। এবারও অক্ষয় কুমারের ঢিলেঢালা প্যান্টের কারণে নেটপাড়ায় হাসিঠাট্টার উৎস হয়ে উঠেছেন তিনি।
বড়দিনের ছুটিতে সপরিবারে ট্যুরে গিয়েছিলেন অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না। মুম্বই বিমানবন্দরে দেখা গেল এই তারকা দম্পতিকে। অক্ষয় কুমারের পরনে ছিল ক্যাজুয়াল কালো শার্ট এবং ধূসর-কালো চেক পালাজো প্যান্ট। এই পোশাকে অক্ষয়কে দেখে অনেকেই মজা করতে শুরু করেন। কেউ বলেন, তিনি রণবীর সিংয়ের থেকে অনুপ্রাণিত হয়েছেন। আবার কেউ বলেন, এই পালাজো প্যান্ট তিনি স্ত্রী টুইঙ্কেলের কাছ থেকে ধার করেছেন।
অক্ষয় কুমারের ফ্যাশন নিয়ে নেটপাড়ায় ট্রল হওয়া নতুন কিছু নয়। এর আগেও অনেকবার তার পোশাক নিয়ে সমালোচনা হয়েছে। তবে অক্ষয় কুমার এসব নিয়ে কখনোই পাত্তা দেননি। তিনি বরাবরই নিজের মতো করে ফ্যাশন উপভোগ করেন।