ফুলকি না জ্যাস? TRP তালিকায় শেষ হাসি হাসলো কে?

বর্তমানে কোন ধারাবাহিকের সাফল্যের মাপকাঠি হল তার টিআরপি নম্বর। কোন ধারাবাহিকের টিআরপি তালিকায় স্থান যদি নিম্নগামী হয় কিংবা অত্যন্ত কম টিআরপি হয় তাহলে অচিরেই সেটি বন্ধ করে দেওয়া হয় প্রোডাকশন হাউসের তরফে। কিন্তু গত চার মাস ধরে জগদ্ধাত্রী ধারাবাহিকের কোনরকম পরিবর্তন হয়নি সে নিজের জায়গা ঠিক করে রেখেছে। প্রতি সপ্তাতেই গল্পে নতুন মোর নিচ্ছে। দর্শকদের মধ্যে যারও বেশি আগ্রহ বাড়াচ্ছে। অন্যান্য ধারাবাহিকরা তুলনামূলকভাবে কম ধারাবাহিকতা দেখিয়েছে জগদ্ধাত্রীর তুলনায়।
ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহতেও প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী যার প্রাপ্ত নম্বর ৮.৪। আবার ফুলকি ধারাবাহিক প্রথম থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। ৭.৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি ধারাবাহিক। আবার হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে, পর্ণা এবং সৃজন। ফলে নিম ফুলের মধু রয়েছে দ্বিতীয় স্থানে যার প্রাপ্ত নম্বর ৮.২।
চতুর্থ স্থানে উঠে রয়েছে গীতা এলএলবি ধারাবাহিকটি। যার প্রাপ্ত নম্বর ৮.০। আর কথা বলেছি গত মাসের তুলনায় এবারে অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর ৭.৮।