বিনোদন
প্রীতি জ়িন্টার আসল নাম প্রীতি জ়িন্টা নয়! এতদিন কি তাহলে ভুয়ো নাম ব্যবহার করতেন অভিনেত্রী? জানুন আসল সত্যি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জ়িন্টার আসল নাম প্রীতি। ২৫ বছর ধরে বলিউডে অভিনয় করা এই অভিনেত্রীর আসল নাম নিয়ে অনেক জল্পনা ছিল। অনেকে বলতেন, তাঁর আসল নাম প্রীতম সিংহ জ়িন্টা।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে এই জল্পনার অবসান ঘটিয়েছেন প্রীতি নিজেই। ভিডিয়োতে তিনি বলেন, “আমার আসল নাম প্রীতি জ়িন্টা। কোনও দিনই আমার নাম প্রীতম সিংহ জ়িন্টা ছিল না।”
ভিডিয়োতে প্রীতি বলেন, “আমার নামের সঙ্গে এখন একটা জি যুক্ত হয়েছে। কারণ আমার স্বামীর নাম জিন গুডএনাফ। তবে আমি গুডএনাফ যোগ করে আমার নামটা আরও লম্বা করতে চাইনি। তাই আমি শুধু প্রীতি জি জ়িন্টা লিখি। প্রীতি জ়িন্টা জি নয়!”