বিনোদন

পুরনো প্রেমিকার বিয়েতে মন খারাপ দিব্যজ্যোতির! দুঃখে একটি কবিতাই লিখে ফেললেন পর্দার সূর্য

 

টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। তাঁর অভিনীত ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ একদা টিআরপির শীর্ষে থাকলেও বিগত কয়েক সপ্তাহে বেহাল দশা সিরিয়ালের রেটিংয়ের। কিন্তু নায়কের জনপ্রিয়তায় একবিন্দু ভাটা পড়েনি।

দিব্যজ্যোতি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি ক্লাস ৯-এ একবার প্রেম করেছিলেন। কিন্তু মেয়েটি তাঁকে প্রত্যাখ্যান করে। সেই মেয়েটি এখন দিব্যজ্যোতিরই এক বন্ধুর প্রেমিকা। খুব শীঘ্রই তাঁদের বিয়ে হতে চলেছে।

দিব্যজ্যোতি জানান, তিনি এখনও সেই মেয়েটির সাথে যোগাযোগ রাখেন। কিন্তু বিয়ের পর তাঁদের সম্পর্ক আর আগের মতো হবে না। এই কারণেই অভিনেতার মন খারাপ।

তিনি বলেন, “আমি এখনও তাকে ভালোবাসি। কিন্তু সে অন্যের জীবনে সুখী। তাই আমি তার জন্য শুভকামনা জানাই।”

দিব্যজ্যোতি জানান, তিনি এখনও বিয়ে করেননি। তবে তাঁর মনের মানুষকে খুঁজে পেয়েছেন। কিন্তু তিনি সেই সম্পর্কের কথা এখনই প্রকাশ করতে চান না।

Related Articles