বিনোদন

“পরানের সঙ্গে বিয়ের সম্বন্ধ এসেছিল কিন্তু…”, দাদাগিরির মঞ্চে কী বললেন সাবিত্রী?

 

টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের নবীন প্রাণ সকলের কাছেই পরিচিত। বয়স ৮০-এর কোঠায়, কিন্তু অভিনয়ের জগতে এখনও তিনি সমানভাবে সক্রিয়। সম্প্রতি তিনি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-তে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বেশ কিছু বিস্ফোরক তথ্য ফাঁস করেন।

শোতে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, তার সঙ্গে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের সম্বন্ধ এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয়নি। সাবিত্রী বলেন, “পরাণ আমার খুব ভালো বন্ধু ছিল। তার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ এসেছিল। কিন্তু আমার পরিবার রাজি হয়নি। কারণ পরাণ তখনও তেমন একটা পরিচিত অভিনেতা ছিল না। তাই আমার পরিবারের আপত্তি ছিল। কিন্তু আমি পরাণকে খুব ভালোবাসতাম।”

সাবিত্রী আরও বলেন, “আমার মনে হয়, পরাণ যদি আমার স্বামী হত, তাহলে আমার জীবন অনেক সুখের হত। কিন্তু কপালের লিখন। আর এখন তো আর কিছু করার নেই।”

সাবিত্রী-পরাণের বিয়ের সম্বন্ধের খবর শোনার পর অনেকেই অবাক হয়েছেন। অনেকেই বলছেন, এই দুজনের বিয়ে হলে হয়তো বাংলা চলচ্চিত্রের ইতিহাস অন্যরকম হতো।সাবিত্রী চট্টোপাধ্যায়ের বয়স ৮০ বছর হলেও তিনি এখনও একই রকম সুন্দর। তার অভিনয় দক্ষতাও এখনও অম্লান। তিনি বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তী অভিনেত্রী। তার অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অমর স্থান করে নিয়েছেন।

Related Articles