বিনোদন
নিজেরাই সম্পর্কের মর্যাদা দিতে পারেন না, আপনারা আবার কি টিপস দেবেন! ট্রোলের মুখে যশ-নুসরাত

টলিউডের জনপ্রিয় জুটি যশ-নুসরত। তাদের প্রেম-বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে কথা বলায় নেটপাড়ায় ট্রোলের মুখে পড়েছেন তারা।
সম্প্রতি মুক্তি পেয়েছে যশ-নুসরাতের প্রযোজনা সংস্থার তৈরি ছবি ‘সেন্টিমেন্টাল’। ছবির প্রচারে গিয়ে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তারা।
এক সাক্ষাৎকারে যশ বলেন, “যেমন আমরা রোজ জিমে গিয়ে শরীরকে ফিট রাখি, সেইরকমই সম্পর্ককে হেলদি রাখতে সময় দিতে হবে। আমাদের দুজনেরই ব্যস্ততা আছে। কিন্তু তবুও আমরা চেষ্টা করি আমাদের সম্পর্ককে সময় দেওয়ার। আমরা একে অপরকে বিশ্বাস করি। বিশ্বাস ভঙ্গ করা উচিত নয়।”
নুসরতও এ বিষয়ে একমত। তিনি বলেন, “যে যাই বলুক না কেন, বিশ্বাস ভঙ্গ করা উচিত নয়। এটাই সম্পর্কের ভিত্তি।”