বিনোদন

নতুন কোন বিপদ এসে উপস্থিত হল ফুলকির বাড়িতে? চোখ রাখুন জি বাংলার পর্দায়!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’তে রোমাঞ্চ ও নাটকের মিশেলে চলছে গল্প।

সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গেছে, রোহিত সত্যি কথা বলতে গেলেও ফুলকি নিজের উপর দোষ চাপিয়ে নেয়। রোহিত ফুলকিকে তার কাজে সাহায্য করে এবং তাকে লাইব্রেরীতে নিয়ে যায়।

সেখানে রোহিত ফুলকিকে বলে গ্রন্থাগারিককে ব্যস্ত রাখতে এবং গুন্ডার মেয়ে হওয়ার বিষয়টি গোপন রাখতে।

ফুলকির আসল পরিচয় জানতে পেরে রোহিত তাকে উৎসাহিত করে নিজের পরিচয় তৈরি করার জন্য। ফুলকি রোহিতের পাশে থাকলে সবকিছু করতে পারবে বলে আশাবাদী।

Related Articles