বিনোদন
দীর্ঘদিন পর বড় পর্দায় প্রত্যাবর্তন হচ্ছে রঞ্জিত মল্লিকের, কবে মুক্তি পাবে সেই ছবি?

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন। তাঁর নতুন ছবির নাম ‘দারোগা মামুর থানা’। ছবিটি পরিচালনা করেছেন নেহাল দত্ত।
ছবিতে রঞ্জিত মল্লিক অভিনয় করছেন লক্ষ্মীবাবু নামের একজন দারোগা চরিত্রে। তিনি কালিকাপুর নামক একটি গ্রামে নতুন দারোগা হিসেবে যোগদান করেন। এলাকাটিতে চোরের রাজত্ব চলছে। লক্ষ্মীবাবু কি এলাকার বাঘা চোরদের শায়েস্তা করতে পারবেন? এই প্রশ্নের উত্তর দেবে ছবিটি।
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমিত গঙ্গোপাধ্যায়, মৌমিতা চক্রবর্তী, প্রান্তিকা দাস, আয়ান প্রমুখ। খরাজ মুখোপাধ্যায় অভিনয় করছেন অনুকূল নামের এক বহুরূপী চোরের চরিত্রে। থাকছে অভিনেতার ৮টি ভিন্ন লুক।
ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালের শেষের দিকে।