দীপার পা ধরে ক্ষমা চাইলো সূর্য! তাকে ক্ষমা করে দেবে কি দীপা?

সূর্য, দীপা ও মিশকার সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সম্প্রতি, সূর্য সবার সামনে দীপার পা ধরে ক্ষমা চাইল। তার এই ভালোবাসা দেখে মুগ্ধ হয় অর্জুন।
সূর্য রত্নাদেবের বাড়িতে গিয়ে জানতে পারে দীপা তার দুই সন্তানকে নিয়ে স্কুলের প্রোগ্রামে গিয়েছে। সূর্য কেঁদে ফেলে। আজ সোনার রুপার জন্মদিন। মেয়েদের জন্মদিনেও সময় করে আসতে পারেনি সে। এদিকে দীপার বাবাও ক্ষিপ্ত তাঁর ওপর। দীপার সঙ্গে সবার পর মন ভালো নেই তাঁর।
সূর্য তাও ছুটে যায় দীপার কাছে। স্কুলের প্রোগ্রামে এসে দেখে, দীপা ও সোনা রুপাকে নিয়ে বেশ আনন্দে মেতে আছে অর্জুন। সূর্যকে দেখে সোনা রুপা ভাবে, সে মিশকা আন্টির বেবিকেই ভালোবাসে। তাই জন্মদিনেও তাদের কাছে আসেনি বাবা। এমনকি মাকেও কষ্ট দিচ্ছে। কিন্তু এই অর্জুন আঙ্কেল তাঁদের অনেক ভালবাসছে। মাকে খুশি রেখেছে। তারা আর তাঁদের বাবার কাছে ফিরবে না।
সূর্য বুঝতে পারে, সে আর দীপার মন জয় করতে পারবে না। দীপা ও সোনা রুপাকে সুখী দেখতে পেয়ে সে খুশি হয়। সে অর্জুনকে বলে, সে দীপাকে ছেড়ে দিচ্ছে।
এই ঘটনায় ধারাবাহিকের গল্পে নতুন মোড় আসে। দীপা ও সোনা রুপাকে অর্জুন কিভাবে সুখী করে তুলতে পারে, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।