বিনোদন
দিব্যজ্যোতি দত্ত: চর্চিত প্রেমিকার সঙ্গেই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা?

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য, দিব্যজ্যোতি দত্ত এই মুহূর্তে বেশ আলোচনায়। সিরিয়ালের কেমেস্ট্রি জমে উঠলেও দিব্যজ্যোতির রিয়েল লাইফ কেমেস্ট্রি নিয়েও তুঙ্গে তুঙ্গে গুঞ্জন।
ভ্যালেন্টাইনস ডে-তে সৌমিলি চক্রবর্তীর সঙ্গে পাহাড়ে ছুটি কাটানোর ছবি শেয়ার করে দিব্যজ্যোতি নেটমাধ্যমে ঝড় তুলেছেন।
মিউজিক ভিডিও-তে বিয়েতে অসুখী দিব্যজ্যোতি! ভক্তরা হতবাক।কিন্তু চিন্তার কারণ নেই!
রিয়েল লাইফে সব ঠিকঠাক। হে সখা গানের মিউজিক ভিডিওতে দিব্যজ্যোতির বউয়ের চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা গোস্বামী।