“দিদিকে কথা দিয়েছিলাম, তাই এবার এলাম”, KIFF-এর মঞ্চ থেকে জানালেন সালমান!

২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। উদ্বোধনী ভাষণে তিনি তার স্বভাবসিদ্ধ হালকা-ফুরকা ভঙ্গিতে দর্শকদের মুখে হাসি ফুটিয়ে তোলেন।
সলমন বলেন, ‘‘আমার আগে যাঁরা বললেন আমাকে রীতিমতো বিপর্যস্ত করে দিলেন। কারণ, তাঁরা আর আমার বলার জন্য কিছুই বাকি রাখলেন না।’’তিনি আরও বলেন, ‘‘গত বার দিদি অনুরোধ করেছিলেন। আমি কথা দিয়েছিলাম বলেই আজ এখানে এলাম।’’
এরপর তিনি জানান মমতার থেকে কতটা অনুপ্রাণিত তিনি। ভাইজানের দাবি, তিনি দিদির মত এতটা মাটির মানুষ কখনো দেখেননি। তার কথায় এত বড় একটা রাজ্যের শাসন ভার জানিয়েও বিন্দুমাত্র অহংকার নেই মমতার মধ্যে। মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চলতেই ভালোবাসেন এবং তার কাছ থেকে সালমান যে ভালবাসা পেয়েছেন তার জন্য তিনি আপ্লুত।
সলমনের ভাষণে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খান ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিন্হা, সোনাক্ষী সিন্হা, মহেশ ভট্ট, অনিল কপূররা।