বিনোদন
তিনি না থাকলেও তার স্মৃতি আঁকড়ে রয়েছে পরিবার, কিভাবে পালন করা হলো ঐন্দ্রিলার জন্মদিন?

২৬ বছর বয়সে চলে গেলেও ঐন্দ্রিলা শর্মার স্মৃতি আজও তাজা।আজ, ৬ ফেব্রুয়ারি, ঐন্দ্রিলার জন্মদিন। তাঁর না থাকলেও পরিবার এই দিনটিকে বিশেষ করে স্মরণীয় করে তুলেছে।
সকাল থেকেই অপেক্ষায় ছিলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা।** কারণ সকাল ৭টা ৩৪ মিনিটে, ঐন্দ্রিলা জন্মগ্রহণ করেছিলেন। জন্মদিন পালন করতে খুব ভালোবাসতেন ঐন্দ্রিলা। তাই হাসিমুখেই এই দিন উদযাপন করতে চায় তাঁর পরিবার।
শিখাদেবী পেশায় একজন নার্স।আজ তাঁর নার্সিং স্কুলে ২৬টি গাছ রোপণ করা হবে ঐন্দ্রিলার স্মরণে। ঐন্দ্রিলার বাবা, একজন চিকিৎসক, তাঁর কর্মস্থলেও বৃক্ষরোপণ করবেন।