বিনোদন

ট্রোলিং নিয়ে এখন আর বিশেষ মাথা ঘামাই না, জানালেন সৌমিতৃষা!

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তার অভিনীত মিঠাই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পায়। সম্প্রতি দেবের সঙ্গে তার অভিনীত ছবি ‘রুমি’ও সুপারহিট হয়।

সফলতার সঙ্গে সঙ্গে সৌমিতৃষাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয়। এ বিষয়ে অভিনেত্রীর অভিমত, “কেউ ভালো বললে, সঙ্গে খারাপটাকেও গ্রহণ করতে হবে।

কেউ ভালো মনে বলেন, কেউ আবার আঘাত দিয়ে, বুঝতে পারি! তবে ঘুম থেকে উঠে যখন সৌমিতৃষা নামটা শুনি তখন ভালোলাগা কাজ করে।”

সৌমিতৃষার কথায়, মানুষ তাঁকে নিয়ে কথা বলছেন, এটাই তাঁর ভালোলাগা। মানুষের মনে থেকে যেতে সব শিল্পীই চান। বরং যখন ঘুম থেকে উঠে নিজের নামটা শুনতে পান না, সেদিনই বরং তাঁর খারাপ লাগে।

Related Articles