টলিপাড়ায় বাজতে চলেছে বিয়ের সানাই, এই বছরই বিয়ের পিঁড়িতে বসে চলেছেন শ্বেতা ও রুবেল?

টলিপাড়ায় চলছে বিয়ের জোয়ার। গত বছরের শুরুতে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করা শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের বিয়েও যেন একেবারে সামনে চলে এসেছে। শোনা যাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারিতেই তাঁরা বিয়ে করতে চলেছেন। সূত্রের খবর, আগামী ১৯ জানুয়ারি বিয়ে করবেন এই দুই তারকা। প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে।
শুধু শ্বেতা-রুবেল নয়, টলিপাড়ায় আরও অনেকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে শোনা যাচ্ছে। অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় আইনি বিয়ে সেরেছেন বেশ কিছু দিন হল। তাঁরা এখন আনুষ্ঠানিক বিয়ে করার পরিকল্পনা করছেন। অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ও নাকি চলতি বছরের শেষে বিয়ে করতে চলেছেন।
এ ছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী। তাঁদের বিয়ে হবে নাকি ফেব্রুয়ারি মাসের শেষ কিংবা মার্চ মাসের প্রথমেই। তবে এখনও পর্যন্ত কেউই তাঁদের বিয়ের কথা প্রকাশ্যে বলেননি।
রুবেলের অভিনীত সিরিয়াল ‘নিমফুলের মধু’ এই মুহূর্তে টিআরপি তালিকায় সবচেয়ে উপরে। অন্য দিকে সদ্য নতুন সিরিয়ালে দেখা যাচ্ছে শ্বেতাকে। নায়িকাকে দেখা যাচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণুর বিপরীতে। প্রথম দু’সপ্তাহেই দর্শকের নজর কেড়েছে এই জুটি।