জীবনে এসেছে আমূল পরিবর্তন, কেন নিজের জীবন রাতারাতি বদলে ফেললেন মধুমিতা?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের জীবনে সম্প্রতি বেশ কিছু পরিবর্তন এসেছে। তিনি এবার শিব ঠাকুরের ভক্ত হয়ে উঠেছেন। গলায় রুদ্রাক্ষ ধারণ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি তার ভক্তির কথা প্রকাশ করেছেন।
মধুমিতা তার স্কুল জীবন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। তিনি সবিনয় নিবেদন, বোঝে না সে বোঝে না, কুসুম দোলা, ওয়েব সিরিজ় ইত্যাদি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি সবিনয় নিবেদন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার স্বামী সৌরভ চক্রবর্তীর সাথে পরিচিত হন এবং বিয়ে করেন। কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
ব্যক্তিগত জীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া মধুমিতা এখন জীবনকে উপভোগ করছেন। তিনি নিজের শর্তে জীবন কাটান। তিনি প্রায়ই সোলো ট্রিপে বেরিয়ে পড়েন।
মধুমিতা বলেন, “আমি ইন্টারনেটে শিবের ব্যাপারে অনেককিছু পড়ে তার ভক্ত হয়েছি। আমি শিবের শিক্ষায় অনুপ্রাণিত। আমি মনে করি, শিব ঠাকুর একজন মহান ভগবান। তিনি আমাদের সকলের রক্ষাকর্তা।”