জন্মদিনে কেক কাটতে ভালো লাগে না, জানালেন অভিনেত্রী সৃজলা!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহের জন্মদিন ২৮ ডিসেম্বর। কিন্তু জন্মদিনের দিন তিনি কেকের বদলে বন্ধুত্বের হাসি উপহার পেলেন। তার বান্ধবী গীতশ্রী রায় রাত ১২টায় তার বাড়িতে হাজির হয়েছিলেন কেক নিয়ে। কিন্তু সেই কেক নাকি গীতশ্রীই কেটেছেন!
সৃজলা বলেন, “আসলে জন্মদিন বিষয়টা আমার কাছে আর পাঁচটা দিনের মতোই। তাই আলাদা করে উদ্যাপন করতে আমি কখনওই ভালবাসি না। তাই আমায় নিয়ে সবাই বেশি মাতামাতি করুক সেটা চাই না। নিজের মতো করেই কাটাই। গীতশ্রী কেক নিয়ে এসেছিল। প্রায় কেকটা নিজেই কেটেছে ও। মা-বাবা এসেছে। বাড়িতেই পরিবারের সঙ্গে থাকব। এর থেকে বেশি আর কিছু নয়। আমার বেশ কিছু পোষ্য আছে। তাদের নিয়েই সময় কেটে যায়। তা ছাড়া ছোট বাচ্চাদের সঙ্গে এই দিনটা কাটাতে ভালো লাগে।”
সৃজলা জানান, সদ্য জান কুমারের সঙ্গে অভিনীত একটি মিউজ়িক ভিডিয়ো মুক্তি পেয়েছে তার। এ ছাড়াও দুটি সিরিজ় মুক্তির অপেক্ষায়। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের একটি সিরিজ়েও নাকি দেখা যাবে তাকে। যে সিরিজ়ে অভিনয় করবেন দক্ষিণী তারকা রানা দগ্গুবতিও। যদিও আগামী কাজ প্রসঙ্গে কোনও কথা বলতেই নারাজ সৃজলা।